মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ২০২১ গ্রহণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আমরা পাঠকের অনুভুতি ঠিক রাখার জন্য প্রতিবারের মতো এবারও অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করবো। নিম্নে আমরা নিম্নে বিজ্ঞপ্তিটি তুলে ধরলাম।
বিজ্ঞপ্তিতে যে সকল তথ্যাদি প্রেরণ করা হয়েছে। উপর্যক্ত তথ্য ও বিষয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪/১১/২০২১ খ্রি. থেকে ৩০/১১/২০২ মধ্যে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ২০২১ গ্রহণ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে নিম্নলিখিত নির্দেশনাগুলা যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
১) শুধুমাত্র নির্দিষ্ট ক) বাংলা, খ) ইংরেজী ও গ) সাধারণ গণিত 3টি বিষয়ের পরীক্ষা নিতে হবে
২) পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের সীমাবদ্ধ
৩) প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার সময় হবে ১.৩০ মিনিট
৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ২০২১ গ্রহণ
সংক্ষেপে সিলেবাসএর তথ্য দেওয়া হলো: যে সকল অধ্যায় হইতে অ্যাসাইনমেন্টগুলো (বাংলা, ইংরেজী ও সাধারণ গণিত বিষয়) দেওয়া হয়েছে সে সকল অধ্যায় এবং ১২/০৯/২০২১ খ্রি. হতে শ্রেণি কক্ষে যে সকল অধ্যায়ের উপর শুধুমাত্র পাঠদান করা হয়েছে কেবল সে বিষয়ের জন্য পরীক্ষা নিতে হবে ।
তা ৬ষ্ঠ হইতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস বার্ষিক/নির্বাচনী পরীক্ষার নম্বর বিন্যাস হবে । তা নিম্নরূপে দেওয়া হলো:http://www.dshe.gov.bd/
(ক) যেমন বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর ক্ষেত্রে হবে–৫০ (লিখিত ৩৫ + MCQ ১৫)
(খ) ইংরেজী (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর ক্ষেত্রে হবে ৫০ (১ম পত্র ৩০ + ২য় পত্র ২০)
(গ) সাধারণ গণিত বিষয়ের নম্বর ক্ষেত্রে হবে–৫০ (লিখিত ৩৫ + MCQ ১৫)
(ঘ) প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের গুলোর ওপর ৪০ নম্বর করে পরীক্ষা নিতে হবে।
(ঙ) মাধ্যমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে বলে নির্দেশনা প্রদান করেন।http://www.dshe.gov.bd/
উল্লেখ্য, যে তথ্যাদি অনুসারে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরােপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করেএই ১০ নম্বর যােগ করতে হবে;
(চ) অর্থাৎ মোট ১০০ নম্বরের (৫০+৪০+১০) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি।
করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রির্পোট প্রদান করতে হবে;
৬. ২০২১ শিক্ষাবর্ষে এর পরীক্ষা ব্যতিত অন্য কোন ভাবে কোন ধরনের পরীক্ষা নেওয়া যাবে না
৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ২০২১ গ্রহণ
৭. অবশ্যই যথাযথ সরকার ঘোষিত সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।

আমাদের ইউটিউব ভিডিও লিংক এখানে
🥰🥰
Thank you so much